ই-মেইল বার্তায় হুমকি পেয়ে নিরাপত্তাজনিত কারণে সিরিজ শুরুর আগেই পাকিস্তান সফর বাতিল করে দেয় নিউজিল্যান্ড ক্রিকেট দল। ঘটনাটি খুবই লজ্জার বলে মনে করেন নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চর্তুদশ আসরের সংযুক্ত আরব আমিরাত পর্বে খেলার জন্য পাকিস্তান সফরে নিউজিল্যান্ড দলে ছিলেন না উইলিয়ামসন। বর্তমানে মরুরদেশে আছেন তিনি। নিউজিল্যান্ডের পাকিস্তান সফরের ঘটনা মরুর দেশে বসেই দেখেছেন উইলিয়ামসন। পুরো ঘটনাই লজ্জাজনক বলে মনে হয়েছে কিউই অধিনায়কের।
তিনি বলেন, ‘কী হয়েছে আমি ওই ঘটনার বিস্তারিত জানি না। এটি হঠাৎ সিদ্ধান্ত ছিল, কিন্তু স্পষ্টতভাবেই সেটি লজ্জার বিষয়। পাকিস্তানে ক্রিকেট একটি আবেগের বিষয় এবং তাদের সমর্থকরা দুর্দান্ত।’
সফর বাতিল করায়, ভবিষ্যতে পাকিস্তানে সিরিজ আয়োজন নিয়ে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন উইলিয়ামসন।
তিনি বলেন, ‘আপনি সব দেশেই খেলতে চাইবেন। এটি একটি আন্তর্জাতিক খেলা এবং বিশ্বজুড়ে বিশেষ করে বিশ্বব্যাপী পাকিস্তানের অনেক সমর্থক রয়েছে।’
এর আগে সর্বশেষ ২০০৩ সালের পর পাকিস্তান সফরে গিয়েছিলো নিউজিল্যান্ড। তাই পাকিস্তানের মাটিতে সিরিজ খেলতে মুখিয়ে ছিলো কিউইরা। উইলিয়ামসন বলেন, ‘সিরিজটি খেলার জন্য সকলেই উন্মুখ ছিল এবং আমি জানি, খেলোয়াড়রা সিরিজের দিকেই মনোযোগী ছিলো। তবে খেলোয়াড়দের নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং যখন আপনি সরকারের কাছ থেকে বার্তা পাবেন, তখন খেলোয়াড়দের কিছুই করার থাকে না।’
একটি রিপোর্ট বলছে, নিরপেক্ষ ভেন্যুতে নতুন করে সিরিজ আয়োজনের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) প্রস্তাব দিয়েছে নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড (এনেজেডসি)। সেই প্রস্তাব প্রত্যাখান করেছে পিসিবি।
সূত্র : বাসস