বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নিরবের পরকীয়ার অভিযোগ নিয়ে সুর পাল্টালেন স্ত্রী ড. ইউনূসের সঙ্গে বৈঠকে কী কথা হলো, জানালেন মির্জা ফখরুল ভারত থেকে চিন্ময়ের মুক্তি দাবি কিসের আলামত, প্রশ্ন রিজভীর আইনজীবী হত্যার ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার ৬ : প্রেস উইং চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ রয়টার্সের মনগড়া সংবাদের প্রতিবাদ জানালো সিএমপি হাইকোর্টের নজরে ইসকন-চট্টগ্রামের ঘটনা : আদালতকে পদক্ষেপ জানাবে সরকার ইসকন ইস্যুতে দেশি-বিদেশি ইন্ধন থাকতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রামে আইনজীবী হত্যা, যে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের লেজ রেখে গেছে : তারেক রহমান

নিউইয়র্কে ‘চিরঞ্জীব মুজিব’ প্রদর্শনী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৩ বার

নিউইয়র্কে প্রদর্শনী হয়েছে শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব’ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি। পরিচালক নজরুল ইসলামের উপস্থিতিতে ২৫ সেপটেম্বর সন্ধ্যা ৬টায় জ্যাকসন হাইটসের একটি গির্জায় এ প্রদর্শনী হয়।

নিউইয়র্কে অবস্থিত প্রাক্তন ছাত্র নেতৃবৃন্দের আয়োজনে এ প্রদর্শনীর সূচনা বক্তব্যে পরিচালক নজরুল ইসলাম বলেন, দীর্ঘ সময় নিয়ে, প্রতিটি বিষয় যত্নসহকারে আমরা সিনেমাটি তৈরি করেছি। আমার বিশ্বাস ২ ঘন্টা ১৬ মিনিটের এ সিনেমাতে বঙ্গবন্ধুকে সঠিকভাবে উপস্থাপন করতে পেরেছি।

পরিচালক বলেন, আগামী অক্টোবর মাসে আমাদের পরিকল্পনা আছে সারা দেশব্যাপী সিনেমাটি মুক্তি দেওয়ার। বঙ্গবন্ধুর চেতনা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এ সিনেমা ভূমিকা রাখবে বলে আমি মনে করি।

প্রদর্শনীর অন্যতম উদ্যোক্তা আলী হাসান কিবরিয়া অনু বলেন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (সচিব) নজরুল ইসলাম প্রধানমন্ত্রী সঙ্গে জাতিসংঘের অধিবেশনে এসেছেন। এজন্য আমরা অনুরোধ করেছি সিনেমাটা যেন আমরা ঘরোয়াভাবে দেখতে পারি। তিনি আমাদের অনুরোধ রেখেছেন। অল্প সময়ের মধ্যে নিউইয়র্কের সাহিত্য সংস্কৃতির অন্তত ৭০ জন মানুষ এসেছেন। অনেককে আমরা দেখেছি সিনেমা দেখে আপ্লুত হতে।

বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা নিবেদিত এই সিনেমাটি হায়দার এন্টারপ্রাইজের ব্যানারে নির্মিত হয়েছে। চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছেন আহমেদ রুবেল। চলচ্চিত্রে ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকায় ছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা।

এ সিনেমায় আরও অভিনয় করেন- খায়রুল আলম সবুজ, এসএম মহসীন, দিলারা জামান, আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদ, সমু চৌধুরী, আরমান পারভেজ মুরাদ, শাহজাহান সম্রাট, প্রয়াত সেলিম আহমেদ, জুয়েল মাহমুদসহ অন্য শিল্পীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com