বলিউড জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তার আরেক পরিচয় তিনি বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহার মেয়ে। ভারতের হিন্দি সিনেমায় ‘নেপোটিজম’ বা ‘স্বজনপ্রীতি’ নিয়ে বিতর্ক অনেক দিন ধরেই। বলা হয়, তারকা সন্তানেরা ইন্ডাস্ট্রির ভেতরের মানুষ। সিনেমার ব্যাপারে তারা বিশেষ সুবিধা পান। বাকিরা বহিরাগত! বেশিরভাগ ক্ষেত্রেই তারকাসন্তানদের এ নিয়ে কটাক্ষের শিকার হতে হয়।
এবার বহিরাগতদেরই খোঁচা দিলেন সোনাক্ষী। সম্প্রতি এক সাক্ষাৎাকারে ‘দাবাং’ কন্যার কাছে জানতে চাওয়া হয়, কখনো সিনেমা থেকে তাকে বাদ দেওয়া হয়েছে কিনা? উত্তরে সোনাক্ষী বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। আর কার সঙ্গেই বা এমনটা হয়নি? আমাদেরকেও অনেক সিনেমা থেকে বাদ পড়তে হয়। পার্থক্য হলো- কেউ তা নিয়ে কান্নাকাটি করে বলে না যে, আমাকে তার জন্য বাদ পড়তে হলো। এটাই জীবন। আর এটাকে মেনে নিয়েই চলতে হবে।’ সঙ্গে তিনি যোগ করেন, ‘আমার কথা বাদ দিন, বাবা (শত্রুঘ্ন সিনহা) তো কোনো তারকাসন্তান ছিলেন না। তার সঙ্গেও এমনটা হয়েছে। এটা সব অভিনয়শিল্পীর সঙ্গেই হয়। আসলে এটা আমাদের ক্যারিয়ারেরই একটা অংশ। এসব ফেলে এগিয়ে যাই। সাফল্য পাওয়ার চেষ্টা করি।’
২০১০ সালে সুপারস্টার সালমানের বিপরীতে ‘দাবাং’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় সোনাক্ষীর। এর পর ‘রাউডি রাঠোর’, ‘লুটেরা’, ‘আর. রাজকুমার’, ‘ফোর্স টু’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। সর্বশেষ ‘ভুজ : দ্য প্রাইড অব ইন্ডিয়া’ সিনেমায় সোনাক্ষীকে দেখা গেছে। এতে আরও অভিনয় করেন সঞ্জয় দত্ত, অজয় দেবগন প্রমুখ।