যুক্তরাষ্ট্রে আঁচিল অপারেশন করার জন্য একজন নারীকে বিল করা হয়েছে ২২৩ ডলার। কিন্তু বিষয়টি সে জন্য রিপোর্টে উঠে আসেনি। এসেছে এ কারণে যে, তিনি অপারেশন চলাকালে চিৎকার করে কেঁদেছিলেন। তার জন্য তাকে অতিরিক্তি ১১ ডলার গুনতে হয়েছে। ওই নারী নিজেকে শুধু মিজি হিসেবে পরিচয় দিয়েছেন। এ নিয়ে টুইটারে একটি পোস্ট দিয়েছেন। তার সেই পোস্ট পুরো যুক্তরাষ্ট্রে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থার ভয়াল দশা নিয়ে প্রশ্ন উঠেছে।
অপারেশন, তা সে যত ছোটই হোক, একজন মানুষের কাছে তা ¯œায়ুতে নাড়া দেয়। এক্ষেত্রে একজন রোগী তার ধৈর্য্য হারাতে পারেন। কান্নায় ভেঙে পড়তে পারেন। কিন্তু সেক্ষেত্রে চিকিৎসকের দায়িত্ব তাকে শান্ত রাখতে সর্বশক্তি ব্যবহার করা এবং কর্ম সম্পাদন করা। কারণ, একজন রোগীর ভিতর যে আবেগ বা উৎকণ্ঠা কাজ করে তা তিনি নিজে নিয়ন্ত্রণ করতে পারেন না। ফলে একজন রোগীর আঁচিল অপারেশনের সময় তিনি কেঁদেছেন আর সেই কান্নার জন্য তাকে জরিমানা করা হবে- বিষয়টি একেবারেই গোলমেলে। একজন তো মিজি’র ওই টুইটের জবাবে এরোস্মিথের গান ‘ক্রাইং’ এবং ‘সুইট ইমোশনস’-এর সঙ্গে তুলনা করেছেন। আরেকজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, আমি বলতে পারছি না যে, এটা আসলেই একটি বিস্ময়কর কৌতুক নাকি মেডিকেল বিলের ক্ষেত্রে আরেকটি উদ্ভট উদাহরণ। অন্য একজন লিখেছেন, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থা কেমন তা এ ঘটনায় যথার্থ ফুটে উঠেছে।