টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ। এতে প্রতিযোগিতার মূলপর্বে ওঠার সমীকরণটাই কঠিন হয়ে গেছে টাইগারদের জন্য। নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ওমানের বিপক্ষে নামবে বাংলাদেশ।
মূলপর্বে খেলতে হলে গ্রুপ পর্বের পরবর্তী দুই ম্যাচ ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়ের কোনও বিকল্প নেই। জয়ের বিকল্প দেখছেন না সাকিব আল হাসানও।
ফেসবুকে সাকিব আল হাসান লিখেছেন, টিকে থাকার লড়াইয়ে ওমানের বিপক্ষে বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিতে মরিয়া বাংলাদেশ।