বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন

১ ম্যাচে ৫ রেকর্ড

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ১৩১ বার

টি-২০ বিশ্বকাপে গতকাল শনিবার অনুষ্ঠিত ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচে ৫টি রেকর্ড হয়েছে। একতরফা এই খেলায় ইংল্যান্ড ৬ উইকেটে সহজ জয় পেয়েছে।

২. ২-০-২-৪ : টি-২০ বিশ্বকাপে কোনো লেগ-স্পিনারের এটাই সেরা বোলিং পারফর্ম্যান্স। আদিল রশিদ ছেলেদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে সর্বকালের সেরা বোলিং পারফর্ম্যান্স উপহার দেন। আগের সেরা ছিল ক্রিস জর্ডনের ৬ রানে ৪ উইকেট।

৪. টি-২০ বিশ্বকাপে ৭০ বলের ব্যবধানে জয় ইংল্যান্ডের এখন পর্যন্ত সবথেকে বড় জয় হিসেবে চিহ্নিত হয়ে থাকে। সেইসাথে বল সংখ্যার নিরিখে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপে এটিই কোনো দলের বৃহত্তম জয়।

৫. আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ইতিহাসে ওয়েস্ট ইন্ডিজের এটি দ্বিতীয় নিম্নতম স্কোর। এই ম্যাচে ৫৫ রানে অল-আউট হওয়ার আগে ২০১৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধেই ৪৫ রানে গুটিয়ে গিয়েছিল ক্যারিবিয়ান দল। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এটিই ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে কম রানের ইনিংস। এর আগে বিশ্বকাপে কখনও ১০০-র কমে অল-আউট হয়নি ওয়েস্ট ইন্ডিজ। তাদের সবথেকে কম রানের ইনিংস ছিল ১০১ রানের। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এটি সার্বিকভাবে তৃতীয় নিম্নতম দলগত ইনিংস।

সূত্র : হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com