টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ এক থেকে সেমি-ফাইনালে যাচ্ছে কারা তা এখনো নিশ্চিত নয়। যদিও সেমির দৌড়ে অনেকখানি এগিয়ে আছে ইংল্যান্ড। তবে পিছিয়ে নেই অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকাও। আজ সেমির লড়াইয়ে টিকে থাকতে মাঠে সামনে সবকয়টি দলই। দিনের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে যাচ্ছে অজিরা। অপর ম্যাচে প্রোটিয়াদের মুখোমুখি হবে ইংলিশরা।
আজ শনিবার বিকেল ৪টায় আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচটি শুরু হবে। ইতিমধ্যে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন…
অস্ট্রেলিয়া একাদশ :
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক),ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মার্কুস স্টোয়িনিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড ও এডাম জাম্পা।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ :
এভিন লুইস, রস্টন চেজ, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, আকিল হোসেন, জেসন হোল্ডার ও রবি রামপল।