শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন

‘নির্বাচনে ১০ খুন হলেও মাঠে থাকব’

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ১১৩ বার

নির্বাচনে ১০ খুন হলেও মাঠে থাকার ঘোষণা দিয়েছেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সাবেক সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা। গতকাল বৃহস্পতিবার বিকেলে শিবপুরে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা হয়।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে সিরাজুল ইসলাম বলেন, ‘সামনে নির্বাচন আসবে, যদি সেই নির্বাচনে ১০টি মার্ডারও হয়, আমি সিরাজুল ইসলাম মোল্লা মাঠ থেকে সরব না। আর আপনারা কেন্দ্র ছাড়বেন না। যত কিছু হোক না কেন। প্রশাসনের লোক বলেন আর দলীয় বলেন, সবকিছুই কিন্তু আল্লাহর রহমতে আমার পক্ষে মেনটেইন করা সম্ভব।’

উপজেলা যুবলীগ আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এই সাংসদ। বক্তব্যের একপর্যায়ে মঞ্চে উপস্থিত জেলা যুবলীগের সভাপতি বিজয় গোস্বামী সিরাজুল ইসলাম মোল্লার কানে কিছু একটা বলার পর সরকারের উন্নয়ন নিয়ে বক্তব্য দেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘আমি সাংসদ থাকাকালীন শিবপুরে কী উন্নয়ন হয়েছে, আর বর্তমানে কী উন্নয়ন হচ্ছে আপনারা তা দেখছেন। ইটাখোলা-সিঅ্যান্ডবি, শিবপুর-দুলালপুর, কামরাব রাস্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের চারতলা ভবন এবং উপজেলা প্রশাসন ভবন, নদী খনন, ঘরে ঘরে বিদ্যুৎ আমার মাধ্যমেই হয়েছে। বাংলাদেশের ১৪টি আদর্শ উপজেলার মধ্যে শিবপুর উপজেলার নাম আমি অন্তর্ভুক্ত করেছিলাম।’

বক্তব্যের বিষয়ে সিরাজুল ইসলাম মোল্লা বলেন, ‘একটি মহল নির্বাচন এলেই সহিংসতা ঘটিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে। তাই সামনের নির্বাচনে যদি ১০টি মার্ডারও হয়, তাহলেও কর্মী-সমর্থকেরা যেন মাঠ ছেড়ে না যায়, সেই আহ্বান করেছি। যাতে কেউ এমন পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য নেতা-কর্মীদের সজাগ থাকতে আমি এমন বক্তব্য দিয়েছি।’

জানা যায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন তৎকালীন সাংসদ সিরাজুল ইসলাম। তার বক্তব্যের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া বলেন, ‘সিরাজুল ইসলাম মোল্লা সব সময়ই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে গিয়ে নির্বাচন করেছেন। আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা হিসেবেই এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন তিনি। তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com