শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৫ পূর্বাহ্ন

হেরে পর্তুগালের বিশ্বকাপ অনিশ্চিত, হতাশায় কাঁদলেন রোনাল্ডো

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ১৩৫ বার

ড্র করলেই মিলবে বিশ্বকাপের টিকিট— এমন সহজ সমীকরণ নিয়ে মাঠে নেমেও সমর্থকদের হতাশ করল পর্তুগাল।

শেষ মুহূর্তের গোলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের কাঁদিয়ে কাতার বিশ্বকাপের টিকিট কাটল সার্বিয়া।

লিসবনে রোববার রাতে ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ‘এ’ গ্রুপের ম্যাচে নাটকীয় জয় পেয়েছে ড্রাগন স্টকোভিচের দল।

প্রথমে পিছিয়ে থেকেও সমতায় ফেরে সার্বিয়া। এর পর শেষ মুহূর্তে পর্তুগালের জালে বল জড়িয়ে দিয়ে ২-১ গোলে জয় নিশ্চিত করে দলটি।

আট ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে সার্বিয়া সরাসরি ২০২২ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। হতাশায় মুষড়ে পড়লেও পর্তুগালের আশা এখনও জিইয়ে আছে।

কাতার বিশ্বকাপে ঠাঁই পেতে তাদের পার হতে হবে প্লে-অফের কঠিন বৈতরণী।

রোববারের ম্যাচে ঘরের মাঠে পর্তুগালের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছিলেন একেবারেই ম্লান। নিজের ছায়া থেকে বের হতে পারেননি।

যদিও শুরুতে রেনাতো সানচেসের গোলে লিড নেন পর্তুগিজরা।

ম্যাচ শুরুর মাত্র ২ মিনিটে  ডি-বক্সের বাইরে ফাঁকায় বল পেয়ে বের্নার্দো সিলভা পাস দেন রেনাতো সানচেসকে। সুযোগ হাতছাড়া করেননি সানচেস। ডি-বক্সে ঢুকে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন লিলের এই মিডফিল্ডার।

১৩তম মিনিটে সমতায় ফিরতে পারত সার্বিয়া। কিন্তু স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচের শট দূরের পোস্টে লাগে।

পরের মিনিটে সুযোগ পান রোনাল্ডো। তার দূরপাল্লার শট ঠেকিয়ে দেন সার্বিয়া গোলরক্ষক। এর কিছু পর তার ফ্রি-কিক ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়।

৩৩তম মিনিটে পর্তুগিজ গোলরক্ষক রুই পাত্রিসিওর অন্যমনস্কতায় সমতায় ফেরে সার্বিয়া। দুসান তাদিচের শট দানিলো পেরেইরার গায়ে লেগে পাত্রিসিওর হাত ছুঁয়ে গোললাইন পেরিয়ে যায়।

১-১ সমতায় প্রথমার্ধ শেষ করে দুদল। দ্বিতীয়ার্ধে নেমে অনেকটা রক্ষণাত্মক হয়ে যায় সার্বিয়া।

তবে শেষ দিকে পর্তুগিজ শিবিরে হানা দেন তারা। নির্ধারিত সময়ের শেষ মিনিটে রোনাল্ডোদের স্বপ্ন ভেঙে চূরমার করে দেন দ্বিতীয়ার্ধে বদলি নামা স্ট্রাইকার আলেক্সান্দার মিত্রোভিচ।

সতীর্থের ক্রসে দূরের পোস্টে হেডেই জয়সূচক গোলটি করেন তিনি। হতাশায় মাঠেই বসে পড়েন রোনাল্ডোরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com