দুই বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ অনেক সম্মাননা পেয়েছেন। তবে এবার অন্যরকম পুরস্কার পেলেন তিনি। কারণ অভিনয়ের জন্য নয়, পশুপ্রেমের জন্য ‘প্রাণবিক বন্ধু’ সম্মাননায় ভূষিত হলেন এই শিল্পী। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে জয়ার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
পশুপ্রেমের জন্য সম্মাননা পেয়ে আনন্দিত অভিনেত্রী। বললেন, ‘আমি পুরস্কৃত হয়েছি, এজন্য আনন্দিত নই। বরং অসাধারণ এ উদ্যোগের জন্য আনন্দ হচ্ছে। এটা প্রাণীপ্রেমীদের মনে উৎসাহ জোগাবে। প্রাণবিক মানুষ তৈরিতে বড় ভূমিকা রাখবে বলে আমি মনে করি।’
পশুদের নিয়ে কাজ করে দ্য পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার (পাও)। প্রথমবারের মতো এই পুরস্কার প্রদান করল সংগঠনটি। গত ৪ অক্টোবর পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। করোনা সংকটের কারণে কিছুটা বিলম্বে সম্মাননা স্মারক প্রদান করা হলো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংসদ আসাদুজ্জামান নূর।