ব্যান্ড সংগীতের জনপ্রিয় দুই নাম জেমস ও হাসান। কনসার্ট মাতাতে তাদের জুড়ি নেই। এক মঞ্চে বহু কনসার্টে তাদের দেখা গেছে। তবে মাঝে বেশ লম্বা বিরতি। সে বিরতি কাটিয়ে আবার একই আয়োজনে গান গাইতে যাচ্ছেন নন্দিত এই দুই তারকা। তাদের সঙ্গে থাকবেন জনপ্রিয় গায়ক এসআই টুটুলও।
মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল রাত ৯টায় হাতিরঝিলের অ্যাম্ম্ফিথিয়েটারের ‘লাল সবুজের মহোৎসব’ গাইবেন তারা। এটি সবার জন্য উন্মুক্ত।
হাসান বলেন, ‘করোনার কারণে অনেক দিন কোনো কনসার্টে অংশ নিতে পারিনি। আবারও শ্রোতাদের কাছে ফিরছি। ভালোই লাগছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে গান করব। যে জন্য আনন্দ আরও বেড়েছে। আশা করি, একটি জমজমাট কনসার্ট উপহার দিতে পারব।’
নগর বাউল’খ্যাত জেমসের সঙ্গে একই মঞ্চে কত দিন পর গান গাইতে যাচ্ছেন হাসান, সেটা নিশ্চিত করে বলতে না পারলেও আনুমানিক দুই বছর হবে বলে ধারণা করছেন তিনি।
এদিকে, বিজয়ের ৫০ বছরপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত ১৬ দিনব্যাপী ‘লাল সবুজের মহোৎসব’ নামের অনুষ্ঠানটি আয়োজন করছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। এর ব্যবস্থাপনায় আছে ওয়ান মোর জিরো।