মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৮:১০ অপরাহ্ন

ঐতিহাসিক টেস্ট জয়ে আপ্লুত তামিম-সাকিব

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ১৫৯ বার

নিউজিল্যান্ডের মাটিতে টানা ৩২ ম্যাচে হেরেছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে সেই সংখ্যাটা ৯, এর মধ্যে পাঁচটিই ইনিংস ব্যবধানে হার। ঘরের মাঠে বিশ্বের সবসেরা দলগুলোর জন্যও কঠিন প্রতিপক্ষ তারা। তার উপর পাঁচ বছর ধরে অপরাজিত কিউইরা। সেই নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতেছে বাংলাদেশ। একই সঙ্গে যেকোনো ফরম্যাটেও প্রথম জয়ের দেখা পাওয়া দলটিকে নিয়ে আবেগে আপ্লুত সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

চলতি সিরিজে দুজনের কেউই নেই নিউজিল্যান্ডে। একজন ইনজুরিতে, অন্যজন পারিবারিক কারণে ছুটিতে। তবে দলের বিজয়ের আনন্দ ছুঁয়ে গেছে দুজনকেই। একজন বাংলাদেশে বসে সেই আনন্দের প্রকাশ করেছেন আর অন্যজন যুক্তরাষ্ট্রে বসে সেই ইতিহাসের সাক্ষী হলেন।

জয় থেকে খানিক দূরে থাকতেই দলকে অভিনন্দন জানিয়েছেন সাকিব। ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে তিনি লিখেছেন,‘কী দারুণভাবেই না নতুন বছর শুরু করলো বাংলাদেশ ক্রিকেট দল। অধিনায়ক, খেলোয়াড় ও কোচিং স্টাফদের অনেক অনেক অভিনন্দন।’

নিউজিল্যান্ড না যেতে পারলেও সেই ভোর চারটায় খেলা দেখতে বসেন তামিম। তখনই সবাইকে ইতিহাসের গড়া জয় দেখার আমন্ত্রণ জানান তিনি। আর দলের জয়ের পর তিনি লিখেছেন, ‘অসাধারণ জয়, ঐতিহাসিক জয়। গোটা দলকে অভিনন্দন। বছরের পর বছর, সফরের পর সফর আমরা নিউজিল্যান্ড থেকে খালি হাতে ফিরেছি। এবার অনেক কারণেই পরিস্থিতি ছিল আরও কঠিন। কিন্তু সব বাধা দূর করে দারুণ এক জয় এনে দিলো এই দল। নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডকে হারানো এখন ক্রিকেট বিশ্বের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। আমরা দেখালাম, আমরা পারি।’

দলের সবার অবদান আলাদা করে করে তুলে ধরে তামিম লিখেছেন, ‘সবচেয়ে ভালো লাগার বিষয়, সম্পূর্ণ দলীয় প্রচেষ্টার জয় এটি। দারুণ স্পিরিটেড ক্রিকেট খেলেছে দল। এবাদতের অসাধারণ বোলিংয়ে কোনো প্রশংসাই যথেষ্ট নয়। জয় থেকে শান্ত, লিটন থেকে মিরাজ, ইয়াসির, শান্ত, এমনকি বদলি নেমে দুর্দান্ত শেষ ক্যাচটি নেওয়া তাইজুল এবং দলের প্রতিটি সদস্য, সবার সম্মিলিত অবদানের জয় এটি।’

যার নেতৃত্বে কিউই দুর্গ ভাঙলো বাংলাদেশ, সেই অধিনায়ক মুমিনুল হকের কথা আলাদাভাবে লিখেছেন তামিম, ‘আমি তবু আলাদা করে বলবো একজনের কথা। যখন চরম দুঃসময় এসেছে, কেউ যখন দলের ওপর বিশ্বাস রাখেনি, দলের ভেতরেও অনেকের যখন সংশয় জেগেছে নিজেদের নিয়ে, তখনও বিশ্বাস হারাননি একজন। সে সবসময় বিশ্বাস করে গেছে এবং প্রবল বিশ্বাস নিয়েই দলকে বিশ্বাস জোগানোর চেষ্টা করেছে, আমরা পারি, আমরা অবশ্যই পারি। বাজে দিন এসেছে, খারাপ পারফরম্যান্স হয়েছে। তারপরও সে কখনো দলের ওপর বিশ্বাস হারায়নি। টেস্ট ক্রিকেটের প্রতি তার আবেগ তীব্র, টেস্ট ক্রিকেটকে সে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় সবসময়। মুমিনুল হক,আমাদের অধিনায়ককে টুপি খোলা অভিনন্দন!’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com