ইউরোপের দেশ চেক রিপাবলিকে ‘ইচ্ছাকৃতভাবে’ করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পর মৃত্যু হয়েছে এক সংগীতশিল্পীর। বার্তা সংস্থা এএফপি বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
এএফপি জানায়, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশটিতে বার-রেস্টুয়েন্টসহ বিভিন্ন স্থানে ভ্রমণ কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে টিকা সনদ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। টিকা সনদ দেখাতে না পারলে সম্প্রতি করোনা থেকে সেরে ওঠার ডকুমেন্ট দেখানোর নিয়ম করা হয়েছে দেশটিতে।
হানা হরকা নামে ওই ফোক গায়িকা টিকা নিতে অনিচ্ছুক ছিলেন। তাই তিনি তার করোনাক্রান্ত স্বামী ও ছেলের কাছে ইচ্ছা করেই গিয়েছিলেন বলে তার ছেলে জ্যান রেক জানিয়েছেন। অবশ্য তার স্বামী ও ছেলে দুজনেরই টিকা নেওয়া ছিল। তারা সেরে ওঠার পর ৫৭ বছর বয়সী হানা আক্রান্ত হন। গত রোববার তার মৃত্যু হয়।
হানা টিকাবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। মৃত্যুর দুইদিন আগেও টিকা নেওয়ার চেয়ে করোনা সংক্রমিত হওয়া ঢের ভালো বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছিলেন তিনি।