শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩১ অপরাহ্ন

ফ্র্যাঞ্চাইজির বিশেষ টিকিট বিক্রয় হচ্ছে কালোবাজারিতে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ১৪৩ বার

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ রোধে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে দর্শক প্রবেশ নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত সরকারের কাছ থেকে অনুমতি না মেলায় দর্শক প্রবেশের ভাবনা থেকে সরে এসেছে বিসিবি। যদিও বিভিন্ন ফ্র‌্যাঞ্চাইজির জন্য বিশেষ কিছু টিকিট বরাদ্ধ রয়েছে। তবে সেটা শুধুমাত্র ফ্র‌্যাঞ্চাইজি প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গের জন্যে।

কিন্তু ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠানের টিকিট চলে যাচ্ছে কলোবাজারিতে। আজ (মঙ্গলবার) বিপিলের চতুর্থ দিনে স্টেডিয়াম গেটের বাইরে চলছে টিকিট বিক্রয়। বেশ জড়সড় হয়ে টিকিট কিনতে দেখা গিয়েছে আগত দর্শকদের।

বঙ্গবন্ধু বিপিএলে এবার প্রতিদিন দুটি করে ম্যাচ। সাকুল্য দুই ম্যাচে অংশ নিচ্ছে ৪টি দল। সেখানে সরকারের অনুমতি সাপেক্ষে প্রতি দিনের খেলার ৪ দলের ফ্র‍্যাঞ্চাইজিকে ২৫টি করে আমন্ত্রিত টিকিট দেয় ক্রিকেট বোর্ড। সেক্ষেত্রে প্রতিদিন ১০০ জন সমর্থক গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ পান। তবে সেটি নির্দিষ্টতা একটি গ্যালারিতে।

আজ স্টেডিয়ামের বাইরে চোখে পড়ল ভিন্ন এক দৃশ্য। বেশ হাকডাক করে বিক্রয় হচ্ছে বিপিএল টিকিট। তবে সেই টিকিটে লেখা ‘বিক্রয়ের জন্য নয়ে।’ তবুও কালোবাজারিতে মিলছে টিকিট, যার প্রতিটির দাম নেওয়া হচ্ছে ৫০০-৭০০ টাকা করে। সে টিকিট কিনে অনেকেই মাঠে প্রবেশ করছেন স্টেডিয়ামের ৩ নম্বর গেট দিয়ে। সে গেটে নেই স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই। দেখা হচ্ছে না কোভিডের দুই ডোজ টিকার সার্টিফিকেট।

বিষয়টি শুনে রীতিমত অবাকই হলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। তিনি জানালেন, এমনটা কোনোভাবে হওয়ার কথা না। বোর্ড থেকে টিকিট বিক্রয়ের অনুমতি নেই। ফ্র‍্যাঞ্চাইজিদের দেওয়া টিকিট বাইরে বিক্রয় হচ্ছে কিনা সেটি খতিয়ে দেখার কথা জানালেন তিনি। এমনই তথ্যটি জানার পর দ্রুত ব্যবস্থা নিতে সেখানে দায়িত্বরত একজনকে পাঠান তিনি।

টিটু বলেন, ‘এমনটা তো হওয়ার কথা না। আমি চট্টগ্রাম গেছিলাম সেখানকার মিডিয়া অবকাঠামো পরিদর্শন করতে। কারণ ঢাকার পর সেখানে বিপিএল ম্যাচ হবে। আপনার কাছ থেকেই ব্যাপারটি জানলাম। আমি এই বিষয়ে দ্রতই ব্যবস্থা নিচ্ছে। ফ্র‍্যাঞ্চাইজি থেকে টিকিট বাইরে গেলেও সেটিই আমরে আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com