রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন

যুব বিশ্বকাপে ফের চ্যাম্পিয়ন ভারত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৭৬ বার

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এ নিয়ে যুব বিশ্বকাপে ভারত পঞ্চমবারের মতো শিরোপা জয় করল। অ্যান্টিগার স্যর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শনিবার ফাইনালে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারায় যশ-ব্রিগেড। টানা তিনবার ফাইনালে উঠে দু’বার চ্যাম্পিয়ন ভারত। শেষবার ২০১৮ সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। তার আগে ২০০০, ২০০৮, ২০১২ সালের যুব বিশ্বকাপে ভারত সেরার মুকুট পরেছে।

টস জিতে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ৪৪.৫ ওভারে করে ১৮৯ রান। জবাবে ভারত ৪৭.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৫ রান তুলে নেয়। প্রথম ওভারের দ্বিতীয় বলেই অঙ্গক্রিশকে (০) আউট করে ধাক্কা দেন বয়ডেন। সেই বিপর্যয় সামলে দ্বিতীয় উইকেটে ৪৪ রান যোগ করেন হারনুর সিং ও শাইক রশিদ। ১৮তম ওভারে হারনুরকে (২১) ফেরান অ্যাসপিনওয়াল। রশিদের অর্ধশতরান আসে ৮৪ বলে। তারপরেই ভারতের সহ-অধিনায়ক আউট হন সেলসের বলে। এক ওভারে ব্যবধানে অধিনায়ক যশ ধুলকেও (১৭) তুলে নেন সেলস। তারপর পঞ্চম উইকেটের জুটিতে নিশান্ত সিন্ধু ও রাজ বাওয়া ভরসা দিলেও ৪৩ ওভারে রাজকে (৩৫) আউট করেন বয়ডেন। অ্যাসপিনওয়ালের বলে রেহান দুরন্ত ক্যাচ নিয়ে ফেরান কৌশল টাম্বেকে (১)। চাপের মুখে নিশান্ত সিন্ধুর ৫৪ বলে ৫০ রান ভারতকে জয়ের পথ দেখায়। শেষলগ্নে দীনেশ বানার পরপর দু’টি ওভার বাউন্ডারির দৌলতে জয় নিশ্চিত হয়।

জেমস রিউ ৯৫ রান না করলে অনেক আগেই থেমে যাওয়ার কথা ইংল্যান্ডের। ভারতীয় বোলিংয়ে বড় অবদান রয়েছে রাজ বাওয়া (৫-৩১) ও রবি কুমারের (৪-৩৪)। ক্রিকেট বিশ্বের প্রথম দল হিসেবে পাঁচবার ট্রফি জেতার লক্ষ্যে এদিন শুরু থেকেই মরিয়া ছিল টিম ইন্ডিয়া।

১৭ ওভারের মধ্যে ৬১ রানে ৬ উইকেট পড়ে যায় ইংল্যান্ডের। ইনিংসের মোড় ঘোরান জেমস রিউ। তাকে আউট করেন পশ্চিমবঙ্গের রবি কুমার। এদিন ভারতীয় বোলিংয়ের অবিসংবাদিত নায়ক রাজ বাওয়া। এদিন তার পেস বোলিংয়ের সামনে কাটা কলাগাছের মতো নুইয়ে পড়লেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। রাজকে যথাযথভাবে সহায়তা করেন বাঁহাতি পেসার রবি কুমার। বিপক্ষ ইনিংসে প্রথম ধাক্কা তারই। দ্বিতীয় ওভারে তিনি এলবিডব্লু করেন জেকব বেঠেলকে (২)। চতুর্থ ওভারে তার বল ব্যাটে লাগিয়ে স্টাম্পে টেনে আনেন ইংল্যান্ড অধিনায়ক টম প্রেস্ট (০)।এরপর ওপেনার জর্জ টমাসকে (২৭) ফেরান রাজ বাওয়া। তাঁর ম্যাজিকের সেই শুরু। ১০.১ ওভারে ৩৭ রানে ৩ উইকেট পড়ে যায় তাদের। ক্রমশ ইংল্যান্ডের মিডল অর্ডারে ধস নামান হিমাচল প্রদেশের অলরাউন্ডার।

সূত্র : বর্তমান

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com