বিপিএলে আজ শুরু হতে যাচ্ছে প্লে অফ রাউন্ড। সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে এলিমিনেটর রাউন্ডে মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচ শুরু হবে বেলা ১২টায়। দিনের দ্বিতীয় ম্যাচে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৫টায়।
রাউন্ড রবিন লিগে দুরন্ত ছিল বরিশাল। ১০ ম্যাচের মধ্যে সাতটিতেই জিতেছে তারা। হার মাত্র দুটি। বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি এক ম্যাচে। সর্বোচ্চ ১৫ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে তারা।
দ্বিতীয় স্থানে সাবেক চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১০ ম্যাচে দলটির পয়েন্ট ১৩। ছয় ম্যাচে জয় ও তিনটিতে হার। এক ম্যাচ পয়েন্ট ভাগাভাগি। শীর্ষে থাকা এ দু’দল লড়বে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে। জয়ী দল চলে যাবে ফাইনালে। হেরে যাওয়া দলেরও সুযোগ থাকবে ফাইনালে যাওয়ার। সুযোগ পাবে আরো একটি ম্যাচ খেলার।
দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে এ দল খেলবে এলিমিনেটর ম্যাচে জয়ী দলের সাথে। সমান ১০ পয়েন্ট নিয়ে প্লে অফ রাউন্ডে নিশ্চিত করেছে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দু’দলেরই ১০ ম্যাচে জয় ও হার ৫টি করে। এ দু’দল আজ লড়বে এলিমিনেটর ম্যাচে। জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে ফাইনালে উঠতে।
বিপিএলের সিলেট পর্বেই প্লে অফ রাউন্ড নিশ্চিত করে বরিশাল ও কুমিল্লা। তবে বাকি দু’দলের প্লে অফ নিশ্চিত করার প্রক্রিয়াটা ছিল বেশ রোমাঞ্চকর। বিশেষ করে কুমিল্লাকে হারিয়ে খুলনার শেষ চারে উঠে আসার গল্পটা বেশ চমক জাগানিয়া। আগের ম্যাচেই কুমিল্লার কাছে হেরেছিল খুলনা। শেষ ম্যাচটি ছিল খুলনার জন্য মরণপণ। হারলেই বিদায়। এমন সমীকরণের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিরুদ্ধে খুলনা যা করে দেখায়, তা ছিল সত্যিই অবাক করার মতো। দুরন্ত কুমিল্লাকে খুলনা হারায় ৯ উইকেটে।
এলিমিনেটরে খুলনার প্রতিপক্ষ চট্টগ্রাম। ওই চট্টগ্রামের প্লে অফে আশাটাও বেশ রোমাঞ্চের। এ দলটিরও শেষ ম্যাচ ছিল ডু অর ডাইয়ের মতো। প্রতিপক্ষ সেখানে ছিল সিলেট সানরাইজার্স। আগেই বিদায় নেয়া সিলেট বেশ ভোগায় তারুণ্য নির্ভর চট্টগ্রামকে। আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে দলটি। কিন্তু সে লক্ষ্য চট্টগ্রাম স্পর্শ করে ৫ বল হাতে রেখে।
এলিমিনেটরে তাই বেশ জমবে খুলনা ও চট্টগ্রামের ম্যাচ। অন্যদিকে ফাইনালে উঠার লড়াইয়ে বরিশাল ও কুমিল্লার ম্যাচও হবে বেশ উপভোগ্য, তা সহজেই অনুমেয়। গোটা বিপিএল অনুষ্ঠিত হয়েছে দর্শকশূন্য স্টেডিয়ামে। তবে প্লে অফ রাউন্ড থেকে দেখা মিলবে তিন-চার হাজার দর্শকের।