বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৪০ অপরাহ্ন

নিউইয়র্কে প্রবাসী হবিগঞ্জবাসীর ভালোবাসায় সিক্ত হলেন আ‘লীগ নেতা আলমগীর চৌধুরী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৭৩ বার

যুক্তরাষ্ট্র সফররত হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ আলমগীর চৌধুরীকে নিউইর্য়কে এক নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। গত ১৩ ফেব্রুয়ারী সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে হবিগঞ্জবাসী আয়োজিত ওই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীরা অভ্যার্থনা ও প্রাণঢালা ভালবাসায় সিক্তঁ করেন তাঁকে। এসময় সংবর্ধিত আলমগীর চৌধুরী বাংলাদেশের আর্ত সামাজিক উন্নয়নে প্রবাসীদের এগিযে আসার আহ্বান জানিয়ে বলেন হবিগঞ্জ এখন আর অবহেলিত জনপদ নয়। শিক্ষা চিকিৎসা আর অবকাঠামোগত উন্নয়নে সারাদেশের মধ্যে এক দৃষ্টান্ত। শিল্প বিকাশের ফলে মাধবপুর থেকে বাহুবল পর্যন্ত এখন দেশের খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠানে ভরপুর। এর ফলে এখানে লাখ লাখ কর্মসংস্থানের যেমন সুযোগ সৃষ্টি হয়েছে। হবিগঞ্জের বেকারত্বের হারও অনেক কমে এসেছে।

তিনি বলেন জীবনের সবটুকু মূল্যবান সময় রাজনীতিতে ব্যয় করেছি। বাকী জীবনও মানুষের কল্যাণে বিলিয়ে দিতে চাই। আলমগীর চৌধুরী প্রবাসীদের আস্বস্ত করে বলেন দেশে যে কোনো প্রয়োজনে তাকে কেউ স্মরণ করলে যথাসাধ্য তিনি তার পাশে থাকবেন।

নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক এম উদ্দিন আলমগীরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ এর উপস্থাপনায় অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আমেরিকার নিউজ ম্যাগাজিন দিনবদল এর প্রধান সম্পাদক সেলিম আজাদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ডক্টর মাসুদুল হাসান. যুক্তরাষ্ট্র ল সোসাইটির সভাপতি এডভোকেট মোঃ নাসির উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম ফজলুর রহমান চৌধুরী, বৃন্দাবন কলেজ এলামনাইর প্রেসিডিয়াম সদস্য শাহ মোঃ সাদেক, মাহবুব সামাদ নেছার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হাসিব মামুন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক দুলাল মিয়া (এনাম), স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, সহ সভাপতি শেখ আতিক, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান রফিক, সহ সভাপতি সাইকুল ইসলাম, যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক একে,এম,তারিকুল হায়দার চৌধুরী, কানেকটিকাট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুুন আহমেদ চৌধুরী, বক্তব্য রাখেন মোঃ আবুল কাশেম মজুমদার, সাংবাদিক শফিকুল ইসলাম লুতু, নাজমুল আলম রোমেন, সদস্য জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি, মোঃ নরুল ইসলাম নজরুল, প্রফেসর আবদুর রহমান, মিয়া মোঃ আছকির, আবু সাঈদ চৌধুরী কুটি, নাগরিক সংবর্ধনা কমিটির প্রধান সমন্নয়কারি শেখ জামাল হোসেন, বিশ্বজিৎ বাবু, যুবলীগ নেতা মোঃ সেবুল মিয়া, কামরুজামান মুরাদ, রিয়াজুল কাদির লস্কর মিটু, শেখ মোস্তফা কামাল, জাহিদুল ইসলাম খন্দকার, ফরহাদ হাসান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপ-দপ্তর সম্পাদক মোঃ আবদুল মালেক, মহিবুর রহমান মিয়া, সামছু মিয়া, লিটন চৌধুরী, আব্দুল গাফফর চৌধুরি, ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন খান, দেওয়ান মুতাচিছর মনজু, মোঃ শামসুল আলাম শামীম, সাংবাদিক আব্দুল হামিদ, আশিকুর রহমান খান লিটন, সমন্নয়কারী আমির আলী , বিষ্ণুপদ সরকার, এম ফয়সাল আহমেদ, সুকান্ত দাস হরে, শাহ রহিম শ্যামল, ইমরান আলী টিপু, আবুল কালাম, মিজানুর রহমান। মাহফুজ হায়দার, নাফিজুর রহমান তুরান, ইসমত হক খোকন, কামাল হোসন রাকিব, মাসুম আবেদীন, নোবেল আমিন, সোহাগ আফছার, মুসা মান্নান, আবু বক্কর সিদ্দিকী, সাফাত রহমান, মাহবুবুর রহমান চৌধুরী, মোফাজ্জল হায়দার আকাশ, গোলাম মাওলা চৌধুরী, তহিদুর ইসলাম রনি, সৈয়দ মোশাররফ হোসেন শাহান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com