আসন্ন নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে ডিস্ট্রিক্ট ২৪ এর হয়ে লড়তে যাচ্ছেন নিউইয়র্কের বাঙ্গালী কমিউনিটির পরিচিত মুখ সৈয়দ রাব্বী। দীর্ঘদিন ধরে কমিউনিটির উন্নয়নে কাজ করে যাওয়া এই প্রবাসী বাংলাদেশি এবার আসছেন জনগনের নির্বাচিত প্রতিনিধি হয়ে জনগনের পাশে দাঁড়াতে। অবহেলিত কমিউনিটির পাশে দাড়ানো, ইমিগ্র্যান্টদের পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিতে এবার ভোটের মাঠে দেখা যাবে তাকে। নির্বাচনী প্রচার প্রচারনার জন্য তিনি বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক পলিটিক্যাল কনসালট্যান্সি কোম্পানী সেরা পলিটিক্যাল সল্যুউশনস কে। গত মঙ্গলবার নিউইয়র্কের কুইন্সে সেরা পলিটিক্যাল সল্যুউশনের কার্যালয়ে নির্বাচনী ক্যাম্পেইনের জন্য সেরা পলিটিক্যাল সল্যুউশনের সাথে চুক্তি সাক্ষর করেন। এসময় সৈয়দ রাব্বী বলেন, দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে অবহেলিত বাংলাদেশিসহ সকল ইমিগ্র্যান্টরা, তাছাড়া বর্ণবাদ সমস্যাও এখানে প্রকট আকারের। বহুবছর ধরে এসব সমস্যার উন্নয়নে ব্যাক্তিগত ও সাংগঠনিক পর্যায়ে কাজ করে গেলেও আশু সমাধান করা সম্ভব হয়নি। তাই নির্বাচনের মধ্য দিয়ে জনগনের প্রতিনিধি হয়ে কমিউনিটির মানুষের পাশে দাঁড়াতে চাই। এব্যাপারে সেরা পলিটিক্যাল সল্যুউশনের ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট শেখ গালিব রহমান বলেন, সৈয়দ রাব্বী কমিউনিটির বেশ পরিচিত মুখ, তিনি আপদে, বিপদে কমিউনিটির পাশে থেকেছেন, এবার তিনি জনগনের প্রতিনিধি হয়ে আরও ভালোভাবে কমিউনিটির পাশে দাঁড়াবেন এমনটাই প্রত্যাশা রাখি। তার প্রচার প্রচারণার জন্য চুক্তি হয়েছে প্রথম বাংলাদেশি মালিকানাধীন স্পেশালাইজড পলিটিক্যাল ডিজিটাল ব্র্যান্ডিং কোম্পানী, যারা ডিজিটাল ব্র্যান্ডিং এর হাই টেকনোলজি ব্যাবহার করে ৩৬০ স্ট্রাটেজি অনুসরন করে কাজ করে থাকে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশিরা এখন পিছিয়ে নেই, তারাও বিভিন্ন নির্বাচনে অংশ নিয়ে প্রতিনিধিত্ব করছে। মূলত তাদের ক্যাম্পেইনে কন্ট্রিবিউট করার জন্য এই উদ্যোগটা নিয়েছি। এটা শুধু ব্যাবসায়িক উদ্যোগ নয়, কমিউনিটির সেবা করাটাই আমাদের উদ্দেশ্য। আমরা এর আগের নির্বাচনগুলোতে দেখেছি, বাংলাদেশি প্রার্থীরা অন্যান্য দিক থেকে এগিয়ে থাকলেও তথ্য প্রযুক্তির এই যুগে তারা ডিজিটাল ক্যাম্পেইন থেকে পিছিয়ে ছিলো। তাই আমরা চাইছি এবার মডার্ন টেকনোলজির সর্বোচ্চ ব্যাবহার এবং ইলেকশন বোর্ডের আইন কানুন মান্য করে জনগনের কাছে সঠিক বার্তাটি পৌঁছে দিতে। ফলে প্রার্থীরা আর ডিজিটাল ব্র্যান্ডিং এবং ক্যাম্পেইনেও পিছিয়ে থাকবে না।