শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন

নারী বিশ্বকাপ: অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না নিউজিল্যান্ড

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ১৪৩ বার

নারী ওয়ানডে বিশ্বকাপে ট্রান্স-তাসমানিয়ান ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বাগতিকরা ১৪১ রানের বিশাল ব্যবধানে হার দেখে।

ওয়েলিংটনে টসে হেরে আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ান নারীরা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৯ রান তোলে। জবাবে ৩০ ওভার ২ বলে মাত্র ১২৮ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক নিউজিল্যান্ড।

শুরুতে ব্যাটিংয়ে নেমে এলিসা পেরি ও তাহিলা ম্যাকগ্রাহের ফিফটি এবং অ্যাশলে গার্ডনারের ক্যামিওতে আড়াইশো পেরোয় অস্ট্রেলিয়া। পেরি ৮৬ বলে ৬ চার ও ১ ছয়ে করেন ৬৮ রান। তাহিলা ৫৬ বলে ৮ চারে করেন ৫৭ রান। গার্ডনার মাত্র ১৮ বলে ৪টি করে চার-ছয়ে করেন ৪৮ রান। কিউইদের পক্ষে লিয়া তাহুহু ৫৩ রানে ৩ উইকেট নেন।

 

জবাবে খেলতে নেমে নিয়মিত উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। ম্যাচের কোনও সময় জয়ের পথে ছিল না স্বাগতিকরা। ৩৫ রানে দলটি হারায় ৫ উইকেট। দলের পক্ষে অ্যামি সাটার্দওয়েট সর্বোচ্চ ৪৪ এবং তাহুহু করেন ২৩ রান। অজিদের পক্ষে ডার্সি ব্রাউন ২২ রানে নেন ৩ উইকেট।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com