শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১০:০৭ অপরাহ্ন

‘ছুটির ঘন্টা’র নির্মাতা আজিজুর রহমান আর নেই

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ১৪৬ বার

বরেণ্য চলচ্চিত্র নির্মাতা ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য আজিজুর রহমান (৮৩) আর নেই। গতকাল সোমবার কানাডার টরোন্টোতে বাংলাদেশ সময় রাত ১১টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবরটি কানাডা থেকে নিশ্চিত করেছেন আজিজুর রহমানের মেয়ে বিন্দি রহমান।

তিনি বলেন, ‘বাবা মাসখানেক ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন উনার হার্ট অ্যাটাক হয়, এরপর আমাদের ছেড়ে চলে গেলেন। বাবার মরদেহ দেশে নেওয়ার প্রস্তুতি চলছে।’

জানা গেছে, আজিজুর রহমান দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। এর আগেও একাধিকবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

আজিজুর রহমান ১৯৩৯ সালের ১০ অক্টোবর বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রুপচাঁন প্রামাণিক। তিনি স্থানীয় আহসানুল্লাহ ইনস্টিটিউট থেকে এসএসসি পাস ও ঢাকা সিটি নাইট কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। চারুকলা আর্ট ইনস্টিটিউট থেকে কমার্সিয়াল আর্টে ডিপ্লোমা করেছেন।

আজিজুর রহমান ১৯৫৮ সালে ‘এ দেশ তোমার আমার’ চলচ্চিত্রে এহতেশামের সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। তার নির্মিত প্রথম চলচ্চিত্র ‘সাইফুল মূলক বদিউজ্জামান’ মুক্তি পায় ১৯৬৭ সালে।

ক্যারিয়ারে তিনি ৫৩টি চলচ্চিত্র নির্মাণ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘ছুটির ঘণ্টা’, ‘অশিক্ষিত’, ‘মাটির ঘর’, ‘জনতা এক্সপ্রেস’, ‘সাম্পানওয়ালা’, ‘ডাক্তার বাড়ি’, ‘গরমিল’ ও ‘সমাধান’ ইত্যাদি।

প্রায় দেড় বছর ধরে কানাডার টরোন্টোতে ছেলে-মেয়ের সঙ্গে ছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com