শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :

ভারতের প্রধানমন্ত্রীই প্রথম বঙ্গবন্ধু বায়োপিক নির্মাণের প্রস্তাব দেন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ১৩০ বার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‌‘মুজিব : একটি জাতির রূপকার’ নির্মাণ হচ্ছে বাংলাদেশ-ভারতের রাষ্ট্রীয় প্রযোজনায়। তবে মজার বিষয় হলো, বাংলাদেশ নয়, বন্ধু রাষ্ট্র ভারত থেকেই এই প্রস্তাবটি আসে। আর প্রস্তাবটি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই। সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলিউডের বর্ষীয়ান নির্মাতা শ্যাম বেনেগাল একথা বলেন।

তার ভাষ্য, ‘ছবিটি তৈরির উদ্দেশ্য হলো দুই দেশের সাংস্কৃতিক বিনিময়। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এটি নির্মাণের প্রস্তাবটি দেন। শেখ হাসিনা আনন্দের সঙ্গেই তা গ্রহণ করেন।’

‘মুজিব : একটি জাতির রূপকার’র নির্মাতা হিসেবে নিজে যুক্ত হওয়ার বিষয়ে ভারতীয় এই নির্মাতা বলেন, ‘দুই দেশ বিষয়টিতে একমত হওয়ার পরই বেশ কয়েকজন নির্মাতার নাম উত্থাপন করা হয়। সেখানে আমার নামটিও ছিল। যখন আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, আমি বঙ্গবন্ধুর ওপর চলচ্চিত্র বানাতে চাই কিনা- আমি সঙ্গে সঙ্গেই তা লুফে নিই। কারণ আমি বিশ্বাস করি যে, বঙ্গবন্ধু আমাদের উপমহাদেশের সেসময়ের সবচেয়ে অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্বদের একজন ছিলেন। আমরা যদি তার রাজনৈতিক যাত্রা দেখি, গল্পটি সত্যিই অসাধারণ, খুব শক্তিশালী এবং একই সঙ্গে গভীরভাবে দুঃখজনকও।’

এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‌‘মুজিব : একটি জাতির রূপকার’র কাজ সম্প্রতি শেষ হয়েছে। এটি চলতি বছরই পর্দায় আসার কথা রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিনে (১৭ মার্চ, ২০২২) এর পোস্টার উন্মোচন করা হয়েছে।

সিনেমাটিতে জাতির জনকের চরিত্রে অভিনয় করা চিত্রনায়ক আরিফিন শুভ জানান, ছবিটি এখন সম্পাদনার টেবিলে আছে। এতে প্রচুর ভিএফএক্সের কাজ রয়েছে। তাই সম্পাদনার কাজটি বেশ সময় নিয়ে হচ্ছে।

সিনেমায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। এছাড়াও বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে, খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), দিলারা জামান (সাহেরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা দীঘি (ছোট রেনু), রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ), তৌকীর আহমেদ (সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া), মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান), এলিনা (বেগম খালেদা জিয়া) ও জায়েদ খানকে (টিক্কা খান)।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com