নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভাবিকে ধর্ষণের মামলায় দেবরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শুক্রবার রাতে উপজেলার গাঙচিল বাজার থেকে অভিযুক্ত মো. তারেককে গ্রেপ্তার করা হয়।
গতকাল শনিবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তারেক। পরে বিচার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম জানান, বড় ভাইয়ের বিধবা স্ত্রীকে ধর্ষণের ঘটনায় ২০২১ সালের ২০ মে কোম্পানীগঞ্জ থানায় মামলা হয়। এরপর থেকে পলাতক ছিলেন তারেক।