দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসী বাংলাদেশ দল দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামে। তবে প্রোটিয়াদের বিপক্ষে সাদা পোশাকের লড়াইয়ের শুরুটা সুখকর হয়নি অধিনায়ক মুমিনুল হকের দলের। হেরে যায় ২২০ রানের বড় ব্যবধানে। আজ শুক্রবার একাদশে দুই পরিবর্তন নিয়ে পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ দল।
দ্বিতীয় টেস্টে অবশ্য টস ভাগ্য স্বাগতিকদের পক্ষে হেসেছে। যেখানে ডারবান টেস্টের মতো এ ম্যাচে আগে ব্যাটিংয়ে নামবে ডিন এলগারের দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
দ্বিতীয় ও শেষ ম্যাচে নিজেদের একাদশে ২টি পরিবর্তন এনেছে সফরকারীরা। ওপেনার তামিম ইকবাল সুস্থ হয়ে ফিরেছেন। প্রায় ১ বছর পর আবার টেস্ট খেলতে নামছেন তিনি। তামিমকে জায়গা ছেড়ে দিতে সাদমান ইসলামকে একাদশের বাইরে থাকতে হয়েছে। এদিকে ইনজুরির কারণে পেসার তাসকিন আহমেদ খেলছেন না, সেখানে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
সিরিজে ফিরতে মরিয়া বাংলাদেশ দল পোর্ট এলিজাবেথ টেস্টের একাদশ সাজিয়েছে ২ পেসার আর ২ স্পিনার নিয়ে।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, মাহমুদুল জয়, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির রাব্বি, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।
দক্ষিণ আফ্রিকা একাদশ
ডিন এলগার, সারেল আরউই, কেগান পিটারসন, টেম্বা বাভুমা, রায়ান রিকেলটন, কাইল ভারাইনে, ওয়ান মুলদার, কেশব মহারাজ, সিমন হারমার, লিজার্ড উইলিয়ামস, ডুয়ান অলিভিয়ের।