সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:১৭ অপরাহ্ন

ওবায়দুল কাদেরের আসনে মনোনয়ন চাওয়ার ঘোষণা এমপি একরামুলের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৯৮ বার

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আসনে দলীয় মনোনয়ন চাওয়ার ঘোষণা দিয়েছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

গতকাল শুক্রবার সন্ধ্যায় কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নে নিজ বাড়িতে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন। একরামুল নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য।

একরামুল চৌধুরী বলেন, ‘আমার বাড়ি কবিরহাটে; এ জন্য আমি গর্ববোধ করি। এটা আমার হৃদয়। কবিরহাটের মানুষ ভোট দিয়েছে। আওয়ামী লীগের সিদ্ধান্ত কী হবে আমি জানি না। তবে যদি আপনারা চান। আমি নোয়াখালী-৪ ও নোয়াখালী- ৫ দুই আসন থেকে নমিনেশন চাইব। জননেত্রী শেখ হাসিনা উনি সিদ্ধান্ত দেবেন। আপনারা যদি আমাকে নমিনেশন নেওয়ার জন্য অনুমতি দেন তাহলে হাত তুলে দেখান।’

ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনাকে বাবার পরে স্থান দিয়েছি। কিন্তু আপনিতো ধরে রাখতে পারেন নাই। আপনার আপন ভাই তার কথায় আপনি আমাকে সাধারণ সম্পাদক থেকে বাদ দিয়ে দিলেন। আমাকে বাদ দেন নাই। নোয়াখালী আওয়ামী লীগ পরিবারকে তছনছ করে দিয়েছেন। আজকে যাকে তাকে আহ্বায়ক বানিয়ে দিয়েছেন। আহ্বায়ক হয়ে শুধু বহিষ্কার, বহিষ্কার। আর কত বহিষ্কার করবেন।’

এমপি একরাম আরও বলেন, ‘কবিরহাটের মানুষ আমাকে নেতা বানিয়েছে। আমার কী অপরাধ। আমাকে এভাবে অপমানজনকভাবে সরানো হলো। আমি ২৬টা খুন করেছি, আমার ছেলে অস্ত্র নিয়ে চলে; কে এটা বলছে আমি বলতে চাই না। এ দেশে বিচার নেই।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান সামছুদ্দিন জিহান, কবিরহাট উপজেলা চেয়ারম্যান কামরুন্নাহার শিউলী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোমিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com