দীর্ঘ ২৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাবেন মুমিনুল-তামিমরা। আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
সাদা পোশাকে সবশেষ ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে খেলেছিল বাংলাদেশ। সেবার দুই টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছে টাইগাররা। ফের অস্ট্রেলিয়া সফরে যাবেন তারা। তবে সেটির জন্য অপেক্ষা করতে হবে আরও ৫ বছর!
অস্ট্রেলিয়ার মাটিতে আগামী ২০২৭ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন নিয়ে আলোচনা হচ্ছে। আইসিসির সর্বশেষ সভায় এ বিষয়ে সম্মতি দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। এর আগের বছর, অর্থাৎ ২০২৬ সালে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া।
জালাল ইউনুস বলেন, ‘ইংল্যান্ডের সঙ্গে এখনো কথা হচ্ছে। নিশ্চিত হয়নি। আমরা চেষ্টা করছি ইংল্যান্ডে গিয়ে একটা সিরিজ খেলতে। আমরা আশা করছি তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাব। অস্ট্রেলিয়ায় ২০২৭ সালে দুটো টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। এখনো নিশ্চিত হয়নি। ২০২৬ সালে ওরা আসবে। অস্ট্রেলিয়া আছে, ইংল্যান্ড আছে, সাউথ আফ্রিকা আছে, তাদের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ তো আছেই। কিছু কিছু সিরিজ মোটামুটি নিশ্চিত হয়েছে, পরে আপনারা জানতে পারবেন।’