মানিকগঞ্জের সিংগাইরে র্যাবের গাড়ি লক্ষ্য করে সশস্ত্র সন্ত্রাসীরা গুলি চালিয়েছে। এরপর দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্লা জানিয়েছেন, এ ঘটনায় কায়সার আহমদ নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। আহত হয়েছেন র্যাবের দুই সদস্য।
এদিকে, র্যাবের মুখপাত্র লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, খবর পেয়ে এরই মধ্যে ঘটনাস্থলের উদ্দেশ্যে র্যাব সদর দপ্তরের ফরেনসিক টিম রওনা দিয়েছে। আহত দুই র্যাব সদস্যকে জরুরি ভিত্তিতে ঘটনাস্থলের কাছের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।