বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন

ইফতারের টাকায় ২ হাজার ৫০০ অসহায়কে ঈদ উপহার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৮৫ বার

পবিত্র রমজানে ইফতার মাহফিলকে কেন্দ্র করে সক্রিয় থাকে রাজনৈতিক দলগুলো। একইভাবে সরকারি দপ্তর, বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠনের পক্ষ থেকেও এ আয়োজন হয়ে থাকে। চট্টগ্রাম জেলা প্রশাসনও তার ব্যতিক্রম ছিল না।

প্রতি বছর রমজানে ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ীক ও পেশাজীবী নেতাদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করে। তবে করোনা মহামারির কারণে গত দুই বছর এ আয়োজন ছিল না। এ বছর ইফতার মাহফিলের উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না। ইফতার আয়োজনের সেই টাকায় চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে আড়াই হাজার দুঃস্থ, অসহায়, ছিন্নমুল মানুষকে ঈদের উপহার সামগ্রী দেওয়া হবে। ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

তিনি আমাদের সময়কে বলেন, আমরা চাই গরীব, দুঃস্থ, ছিন্নমূল ও অসহায়দের নিয়ে ঈদের আনন্দ ভাভাগাগি করতে। এ বছর ইফতার আয়োজনের যে বাজেট ছিল সেটি দিয়ে আড়াই হাজার দুঃস্থ-অসহায়কে ঈদ উপহার সামগ্রী দেওয়া হবে। করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর ইফতার আয়োজন করা সম্ভব হয়নি। এ বছর আয়োজন করার কথা ছিল। কিন্তু আমরা করছি না।

তিনি আরও বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর প্রতিদিনই বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ইফতার মাহফিলের আয়োজন করছে। এসব আয়োজনে পরিবেশিত খাবারের সিংহভাগ অপচয় হচ্ছে এবং এ আয়োজনের পেছনে প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। এই ধরনের জমকালো ইফতার পার্টি যথাসম্ভব পরিহার করে এই অর্থ অসহায়দের মাঝে বিতরণের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।

জানা গেছে, আগামী ২৯ এপ্রিল নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন মাঠে গরীব ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে। চাল, ডাল, সেমাই, চিনিসহ প্রত্যেককে ১৬ কেজি করে উপহার সামগ্রী দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com