‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই স্লোগানকে সামনে রেখে ভোলা সমবায় ব্যাংক লি. ৯২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় সমবায় ব্যাংক, ভোলার হলরুমে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সমবায় ব্যাংকের সভাপতি সিরাজুল ইসলাম খাঁন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় সমবায় কর্যালয়ের যুগ্ম নিবন্ধক মুহাম্মদ আবদুল্লাহ আল মানুন। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় উপ নিবন্ধক রবিউল ইসলাম, ভোলা জেলা সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, সমবায় ব্যাংকের সাবেক সভাপতি তাজুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশের বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নের জন্য সমবায় খাতের উপর জোর দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন আবার সমবায় খাতকে শক্তিশালী করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছেন। নতুন উদ্যোমে কাজ করার জন্য সমবায়ীদেরকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
পরে বার্ষিক সাধারণ সভায় সমবায় ব্যাংক, ভোলার ২০২২-২০২৩ সালের জন্য ১১ কোটি ২ লাখ ৯০০০ টাকার বাজেট পেশ করা হয়।