নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দুই বাসের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মহিষভাঙা এলাকার বনপাড়া-হাটিকুমড়ুল সড়কে এ ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে পুলিশের ওসি শফিকুল ইসলাম এ ঘটনা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিয়াম পরিবহনের একটি বাস ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল। পথে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে বিপরীতমুখী ন্যাশনাল এন্টারপ্রাইজের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ন্যাশনাল এন্টারপ্রাইজের বাসটি ছিটকে গিয়ে ট্রাকের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।