নোয়াখালী জেলার চাটখিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো: তুষার (২৫) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় হাসান (২৭) নামে আরো একজন গুরুতর আহত হয়েছেন।
রোববার রাতে নোয়াখালীর চাটখিল উপজেলায় সোবহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তুষার চাটখিল উপজেলার শ্রীনগর গ্রামের কাদের হোসেনের ছেলে।
জানা গেছে, রোববার রাতে তুষার ও তার বন্ধু হাসান চাটখিল থেকে লক্ষ্মীপুরের দত্তপাড়া নামক স্থানে যাওয়ার পথে চাটখিলের সোবহানপুর এলাকায় আসলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তুষারের মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেল থাকা হাসানও গুরুতর আহত হন। স্থানীয়রা আহত হাসানকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।