করোনা মহামারি শুরু থেকে এখন পর্যন্ত নিউইয়র্কে শিশুদের নিয়ে সংগ্রামরত পরিবারগুলোকে আর্থিক সাহায্যের ঘোষণা দেয়া হয়েছে। এজন্য মহামারি জরুরি সহায়তা তহবিল থেকে ২৮ মিলিয়ন ডলার দেয়া হয়েছে। ১৩ মে শুক্রবার একটি প্রেস বিজ্ঞপ্তিতে গভর্নর ক্যাথি হকুল এ ঘোষণা দেন। ১৪ মে থেকে ‘অফিস অব টেম্পোরারি অ্যান্ড ডিসএবিলিটি অ্যাসিসট্যান্স’ ১৭ বছর বা তার কম বয়সী সন্তানের যোগ্য পরিবারগুলোতে ২৫০ ডলার করে এককালীন অর্থপ্রদান করা হবে বলে জানানো হয়। আবাসন ব্যয়, বিল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ব্যয়ে এই অর্থ সহায়তা প্রদান করা।
হকুল বলেন, ‘কোভিড-১৯ মহামারির অর্থনৈতিক ক্ষতি আমাদের রাজ্যজুড়ে কম আয়ের পরিবারগুলোকে প্রভাবিত করেছে, বিশেষ করে যাদের শিশুসন্তান রয়েছে। এই এককালীন অর্থ প্রদান কয়েক হাজার পরিবারকে কোভিড-১৯ মহামারির ফলে সঞ্চিত বিগত বকেয়া বিল বা পরিবারের অন্যান্য খরচ মেটাতে সাহায্য করবে।” অনুমান করা হচ্ছে, নিউইয়র্কের ১ লাখ ১২ হাজার পরিবার এই অর্থ পাবে, যা ২ লাখ ১৬ হাজারের বেশি শিশুকে সহায়তা করবে। তবে এই অর্থপ্রদানের জন্য যোগ্য হতে পরিবারগুলোকে পাবলিক এসিস্টেন্টের সহায়তা গ্রহণ করতে হতে পারে। এজন্য পরিবারগুলো ওটিডিএ থেকে লিখিত বিজ্ঞপ্তি পাবেন। পেমেন্ট সরাসরি পরিবারের ইলেকট্রনিক বেনিফিট ট্রান্সফার অ্যাকাউন্টে জমা হবে। মহামারি জরুরি সহায়তা তহবিলটি কোভিড-১৯ মহামারি দ্বারা প্রভাবিত পরিবারগুলোকে সহায়তা করতে ২০২১ সালে ‘আমেরিকান রেসকিউ প্ল্যান অ্যাক্ট’র অংশ হিসেবে তৈরি করা হয়।