রংপুরে নগরীতে নিজ বাড়ি থেকে মনোয়ারা সুলতানা ঝর্ণা (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নগরীর নিউ সেনপাড়াস্থ বাড়ির দরজা ভেঙ্গে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিবাহ বিচ্ছেদের পর প্রায় ৩০ বছর ধরে ঝর্ণা বাড়ির একটি অংশে একাই বসবাস করে আসছিল। অপর অংশে একটি ভাড়াটিয়া পরিবার থাকেন। ওই ভাড়াটিয়া পরিবার ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। এক সপ্তাহ পর মঙ্গলবার সন্ধ্যায় ফিরে বাসার অপর অংশটি ভেতর থেকে দরজা বন্ধ অবস্থায় দেখতে পান। ভেতর থেকে পচা দুর্গন্ধ আসায় তাদের সন্দেহ হলে পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙ্গে ঝর্ণার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানার ওসি (তদন্ত) হোসেন আলী বলেন, তিন থেকে চার দিন আগে ওই নারী মারা গিয়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাথরুমে পড়ে গিয়ে হার্ট এ্যাটাকে মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না।