রাজবাড়ীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আনন্দ সরকার (৫৫) নামে এক মৎস্যজীবী আত্মহত্যা করেছেন। রোববার সকাল ৮টার দিকে শহরের ড্রাই আইস ফ্যাক্টরি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনন্দ সরকার পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি খালে-বিলে কুইচা মাছ ধরে সংসার চালাতেন।
জানা গেছে, সকালে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী সাটল ট্রেনের নিচে ঝাঁপ দেন আনন্দ সরকার। এ সময় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পারিবারিক কলহ বা অসুস্থতার কারণে তিনি এমন কাজ করে থাকতে পারেন বলে ধারণা করছেন স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জিআরপি থানার উপ পরিদর্শক (এসআই) মো: আসাদুজ্জামান জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।