জেলা পর্যায়ে সিএনজি থ্রি হুইলার চলাচল নিশ্চিত করা ও আন্তঃজেলা মহাসড়কের পাশে সার্ভিস লেন চালু করাসহ ৩ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ এবং বিআরটিএ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বরিশাল জেলা এলপিজি, সিএনজি, থ্রি হুইয়রার মালিক-চালক শ্রমিক ইউনিয়নের ব্যানারে সোমবার সকাল ১১টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তীসহ অন্যান্যরা।
সমাবেশ শেষে মিছিল নিয়ে জেলা প্রশাসন চত্ত্বরে গিয়ে এক অবস্থান কর্মসূচি পালন করেন তারা। অবস্থান কর্মসূচি থেকে ৩ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। পরে দাবির স্বপক্ষে তারা অতিরিক্ত জেলা প্রশাসক গৌতম বাড়ৈর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেন।