প্রথম দিনে জুটির রান ছিল ২৫৩। দ্বিতীয় দিনে তাতে যোগ হলো ১৯ রান। এরপর ভাঙল লিটন ও মুশফিকের রেকর্ড জুটি। মিরপুর টেস্টে জুটি ভাঙার পরেই ডাকের শিকার তিন বছর পর টেস্ট খেলতে নামা মোসাদ্দেক হোসেন।
প্রথম দিন শেষে বাংলাদেশের রান ছিল ৫ উইকেটে ২৭৭। লিটন ১৩৫ ও মুশফিক ১১৫ রানে ছিলেন অপরাজিত। দ্বিতীয় দিনে মাঠে নেমে লিটন করতে পারলেন ৬ রান। রাজিথার বলে মেন্ডিজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। সাজঘরে ফেরার আগে লিটন করেন যান ক্যারিয়ার সেরা ইনিংস, ১৪১। ২৪৬ বলের ইনিংসে তিনি হাঁকান ১৬টি চার ও একটি ছক্কা।
লিটনের বিদায়ে ভাঙে রেকর্ড ২৭২ রানের জুটি। টেস্টে ষষ্ঠ উইকেটে সেরা জুটি এটি বাংলাদেশের। এরপর মাঠে নামেন মোসাদ্দেক হোসেন সৈকত। কিন্তু পারেননি টিকতে। তৃতীয় বলের মাথায় রাজিথার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন মোসাদ্দেক। ফেরেন শূন্য রানে।
ক্রিজে ১২৬ রানে এখনো ব্যাট করছেন মুশফিকুর রহীম। তার সঙ্গী স্পিনার তাইজুল ইসলাম। সাত উইকেটে বাংলাদেশের রান ২৯৮।