শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষকান্দি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মেহেদী হাসান (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মেহেদী ভেদরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মান্নান হাওলাদারের ছেলে। তিনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয় থেকে ছুটি পেয়ে এক মাসের জন্য দেশে এসেছিলেন।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মেহেদী শনিবার রাতে সখীপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা প্রথমে তাকে ভেদরগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে জেলার ১০০ শয্যার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।