বরিশালের উজিরপুরে বিরোধীয় জমির গাছ কাটা নিয়ে ঝগড়া ও হাতাহাতির পর হৃদরোগে আক্রান্ত হয়ে দুই বৃদ্ধ’র মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ওই উপজেলার শোলক গ্রামে এই ঘটনা ঘটে। মৃত দুইজন হলো চিত্ত দত্ত (৬০) ও তার প্রতিপক্ষ আব্দুল হক (৬১)।
উজিরপুর থানার ওসি আলী আর্শাদ বলেন, বিরোধীয় জমির গাছ কাটা নিয়ে ওইদিন সন্ধার পর ওই দুই বৃদ্ধের মধ্যে ঝগড়া এবং হাতাহাতি হয়। স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ হলে দুইজন যার যার বাসায় চলে যান। বাসায় গিয়ে চিত্ত দত্ত অসুস্থ হয়ে পড়ে। স্বজনরা তাকে ভ্যানে করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর পেয়ে ওই রাতেই হৃদরোগে আক্রান্ত হন আব্দুল হক। তাকেও স্বজনরা ওই রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হককে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ দুই জনের লাশ উদ্ধার করে।
ওসি আরও জানান, এ ঘটনায় একটি সাধারন ডায়রি দায়ের করে দুই জনের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।