স্পেনের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকে পর্তুগালের কোচ ফার্নান্দো স্যান্টোস দলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো খেলাননি। ৬২ মিনিটে মাঠে দেখা যায় রোনালদোকে। কেন রোনালদোকে বেঞ্চে বসিয়ে রাখা হয়েছিল তার ব্যাখ্যা দিলেন ইউরো কাপ জয়ী কোচ।
উয়েফা নেশনস লিগের ম্যাচে বৃহস্পতিবার পর্তুগাল-স্পেন ১-১ ড্র করে। ম্যাচের ২৫ মিনিটে আলভারো মোরাতার গোলে এগিয়ে যায় স্পেন। ৮২ মিনিটে রিকার্ডো হোর্তার গোলে সমতায় ফেরে পর্তুগাল। কিন্তু এই ম্যাচের শুরু থেকে পর্তুগালের কোচ দলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে খেলাননি।
ম্যাচের ৬২ মিনিটে ওটাভিওকে তুলে রোনালদোকে নামিয়ে ছিলেন স্যান্টোস। রাফায়েল লিও, আন্দ্রে সিলভা ও ওটাভিও ত্রয়ীকে আত্রমণ ভাগে খেলিয়েই ম্যাচ শুরু করেছিলেন স্যান্টোস।
সিআর সেভেনকে পরে নামানোর বিষয়ে স্যান্টোস ম্যাচের পর বলেন, ক্রিশ্চিয়ানো রোনালদো? প্রায় জিজ্ঞাসা করা হয়, কেন ও স্টার্টার?
তিনি বলেন, এই ম্যাচের জন্য যাদের ভালো মনে হয়েছিল, তাদেরই ব্যবহার করেছি। টেকনিক্যাল ও টেকটিক্যাল বিকল্প বলতে পারেন। এভাবেই খেলাটা খেলতে চেয়েছিলাম আমরা। এর সাথে ক্রিশ্চিয়ানো রোনালদোর কোয়ালিটির কোনো প্রশ্ন নেই। ম্যাচে এমন কিছু মুহূর্ত থাকে যখন অন্যভাবে ভাবতে হয়।
তিনি বলেন, আমরা বিশ্বাস করেছিলাম, দ্বিতীয়ার্ধে ম্যাচ রের করতে পারব। রোনালদো যদিও পরে নামার বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি।
সূত্র : জি ২৪