বাগেরহাটের মংলায় একটি বাড়ির গাছ থেকে ৯ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার খড়মা কাটাখালী গ্রামের এরশাদ নগর এলাকার মান্নান ফকিরের বাড়ির গাছ থেকে সাপটিকে উদ্ধার করা হয়। সাপটির ওজন ৫ কেজি।
স্থানীয়রা জানায়, মান্নান ফকিরের বাড়ির বাইরে গাছের ওপর একটি অজগর সাপকে জড়িয়ে থাকতে দেখে তারা স্কাউট সদস্য মো. মারুফ হাওলাদারকে জানান। পরে তার মাধ্যমে খবর পেয়ে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জিউধরা স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মোক্তাদির সাপটি উদ্ধার করেন।
শাহজাহান মোক্তাদির বলেন, খবর পেয়ে দুপুরর দিকে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় অজগরটি উদ্ধার করি। উদ্ধারের পরে অজগর সাপটিকে বড়ইতলা্ টহল ফাঁড়ি ওসি মো. জাকির হোসেনের কাছে অজগর সাপটি হস্তান্তর করি। পরে সেটি বড়ইতলা টহল ফাঁড়ির বনের ভেতরে অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জিউধরা স্টেশন কর্মকর্তা বি এম মো. রাকিব, কাটাখালি টহল ফাঁড়ির বি এম মো. রুবেল, কচুবুনিয়া বিটি আরটি টিম লিডার মো. আলমগীর সিকদার ও কবির হোসেন সিপিজি টিম লিডার মো. মজনিয়ার রহমান (পিন্টু)।