ভোলায় কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্প বাস্তবায়নের লক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে ভোলা নার্সিং ইনস্টিটিউটের হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ভোলা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মিজানুর রহমান। দি হাঙ্গার প্রজেক্টের ভোলা জেলা সমন্বয়কারী আশরাফ উদ্দিন মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ অধ্যাপক রুহুল আমিন জাহাঙ্গীর, সুজন এর ভোলা জেলা সভাপতি মোশ্বিরউল্লাহ চৌধুরী, নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ নন্দা রানী দাস, হাঙ্গার প্রজেক্টের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী মেহের আফরোজ মিতা প্রমুখ। মতবিনিময় সভায় অংশগ্রহণকারীদের মধ্যে সাংবাদিক, ছাত্র-শিক্ষক, জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন সেক্টরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় কোভিড-১৯ প্রতিরোধে বুস্টার (তৃতীয়) ডোজ দেয়ার উপর জোর দেয়া হয়। এ জন্য সমাজে ব্যাপক প্রচার প্রচারণার উপর গুরুত্ব দেওয়া হয়।