সাভারে এক তরুণীকে (১৮) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে শিমুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভোরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলা এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত তরুণীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এখন পর্যন্ত ওই তরুণীর নাম-পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
এ প্রসঙ্গে সাভার মডেল থানার এস আই উপ-পরিদর্শক পাভেল মোল্ল্যা বলেন, ওই তরুণীকে কারা হত্যা করেছে বিষয়টি তদন্ত করে আসামি শনাক্তের চেষ্টা চলছে। সেই সাথে তরুণীর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।