২০২২-২৩ সালের জন্য ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে অবৈধ বোলিং অ্যাকশন থেকে ফেরা ফাহিম আশরাফ ও মোহাম্মদ হাসনাইন তালিকা থেকে বাদ পড়েছেন। তবে চুক্তিতে ফিরেছেন শান মাসুদ, নাসিম শাহ ও হায়দার আলী।
বৃহস্পতিবার ঘোষণা হওয়া এই তালিকায় বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদি সীমিত ওভার এবং টেস্ট ক্রিকেটে শীর্ষ পর্যায়ের ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন। পেসার হাসান আলী সীমিত ওভারে ‘সি’ ক্যাটাগরিতে নেমে গেছেন। তবে লাল বলে ‘বি’ ক্যাটাগরিতে উন্নিত হয়েছেন।
গত বছর ইমাম-উল-হক দুই পোশাকের ক্রিকেটে ‘সি’ ক্যাটাগরিতে থাকলেও এবার সাদা বলে ‘বি’তে জায়গা করে নিয়েছেন। তবে লাল বলে আগের ‘সি’তেই রয়েছেন।
এদিকে গত বছর টেস্ট ক্রিকেটের চুক্তিতে ‘বি’ ক্যাটাগরিতে থাকা আজহার আলী এবার ‘এ’ ক্যাটাগরিতে উঠেছেন। আর সীমিত ওভারের ক্রিকেটে ফখর জামান ও শাদাব খান ‘এ’ ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন।