মুসলামানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা আজ রোববার সারা দেশে পালিত হচ্ছে। ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করতে অনেকে রাজধানী ছেড়ে বাড়িতে গেছেন। তবে কারাবন্দীরাও ঈদের আনন্দ উপভোগ করতে পারবেন। কারণ, প্রতি বছরের মতো এবারও দেশের কারাগারগুলোতে বন্দীদের জন্য বিশেষ খাবার পরিবেশন করবে কারা কর্তৃপক্ষ। পাশাপাশি ঈদুল আজহা উপলক্ষে বন্দীরা পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পাবেন।
কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, ঈদের দিন কারাবন্দীদের জন্য তিনবেলায় উন্নত খাবারের ব্যবস্থা করা হয়েছে। এদিন সকালের মেন্যুতে থাকবে পায়েস, মুড়ি। দুপুরে থাকবে পোলাও, গরুর মাংস, মুরগির মাংস রোস্ট, ডিম, কোমল পানীয়, সালাদ, মিষ্টি, পান, সুপারি। আর রাতের মেনুতে থাকবে ভাত, সবজি ও মাছ।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানিয়েছেন, সরকার নির্ধারিত বাজেটে ঈদের দিনে বন্দীদের উন্নত খাবার দেওয়া হবে। স্বাস্থ্যবিধি মেনে পরিবারের সদস্যরা বন্দীদের সঙ্গে দেখা করতে পারবেন। মোবাইলেও কথা বলার সুযোগ থাকছে।