রাজশাহী মহানগরের রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও অন্য অস্ত্রসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। আজ রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
অবৈধ অস্ত্রসহ আটক ব্যক্তির নাম আল-রিয়াদ (৩০)। তিনি রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার রানীনগর সাধুরমোড় এলাকার নাজিরুল ইসলামের ছেলে।
র্যাব-৫-এর কোম্পানি কমান্ডার মো. নাজমুস সাকিব বলেন, দুপুরে রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, একটি লোহার হাতুড়ি, একটি মোবাইল উদ্ধার করা হয়। এ ঘটনায় মহানগরের বোয়ালিয়া থানার রানীনগর সাধুরমোড় এলাকার আল-রিয়াদকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামি অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেপ্তার ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।