মিরাজের হ্যাটট্রিক মালদ্বীপকে ৪-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে বাংলাদেশের যুবারা। টানা তিন ম্যাচে বাংলাদেশ হারায় শ্রীলংকা, স্বাগতিক ভারত ও মালদ্বীপকে।
ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া ম্যাচে মালদ্বীপের বিপক্ষে হ্যাটট্রিক করেন মিরাজুল।
এই মিরাজুলের গোলই বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলংকাকে (১-০) হারিয়েছিল। দ্বিতীয় ম্যাচে ফেভারিট ভারতকে ২-১ গোলে হারায় লাল সবুজের দল। ভারতের বিপক্ষে গোল পাননি মিরাজ। শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে আবার জ্বলে উঠেছেন মিরাজুল।
ম্যাচের ১৮ মিনিটে মিরাজের গোলে বাংলাদেশ এগিয়ে যায়। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৩১ মিনিটে রফিকুল গোল করেন। প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট তিনেক আগে মিরাজুল নিজের হ্যাটট্রিক ও দলের চতুর্থ গোলটি করেন।
দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হওয়ায় ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ।