নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বলেছেন, মন্দাবস্থার মধ্যে পড়েছে আমেরিকা। এবং মার্কিন স্টক মার্কেট ‘ওয়াল স্ট্রিট’ পতনের দ্বারপ্রান্তে।
তিনি বলেন, ‘আমরা এমন অর্থনৈতিক সংকটের মুখে যা আপনারা কখনো কল্পনাও করেননি। ওয়াল স্ট্রিট ধসে পড়ছে, আমরা মন্দার মধ্যে পড়েছি।’
শুক্রবার অলাভজনক প্রতিষ্ঠান ‘প্রজেক্ট হসপিটালিটি’ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র এরিক অ্যাডামস এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমি সিটি মেয়র হিসেবে বলছি, আমেরিকা মন্দায় মধ্যে পড়েছে।’
একই দিন মার্কিন প্রেসিডেন্ট অবশ্য ভিন্ন কথা বলেছেন। তিনি দাবি করেছেন, অর্থনীতি নিম্নমুখী হওয়ার পরেও সঠিক পথেই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের লড়াই চালাচ্ছে ওয়াশিংটন।
সে ক্ষেত্রে বাইডেনের এ বক্তব্যের সাথে অনেকটা সাংঘর্ষিক নিউ ইয়র্কের মেয়রের বক্তব্য।
আমেরিকায় যে সরকারি অর্থনৈতিক সূচক প্রকাশ করা হয়েছে সে ব্যাপারে মেয়র অ্যাডামস এবং প্রেসিডেন্ট মন্তব্য করতে গিয়ে দুজন দুই ধরনের কথা বলেছেন। আমেরিকায় যে সরকারি সূচক প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে- গত দুই কোয়ার্টারেই ধারাবাহিকভাবে অর্থনৈতিক ও বৃদ্ধি নিম্নমুখী, যা মন্দার লক্ষণ।
তবে বক্তব্যের শেষে অ্যাডামস তার কথা একটু ঘুরিয়ে বলেন, ‘তবে আমরা কোথায় আছি তা অফিসিয়ালি প্রেসিডেন্টই নিরূপণ করবেন। আমি প্রেসিডেন্টের আদেশ অনুসারে চলি। আমরা কঠিন অর্থনীতির মোকাবেলা করছি, তবে আমরা তা অতিক্রম করছি। আমি প্রেসিডেন্টের ওপর আস্থা রাখি।’
সূত্র : নিউইয়র্ক পোস্ট, পার্সটুডে