রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যাওয়ার পর এখন কী কী হবে তা নিয়ে জনসাধারণের মনে প্রশ্ন রয়েছে। কারণ ব্রিটেনের রাজতন্ত্র পরিবর্তনের ৭০ বছর হয়ে গেছে।
রানির মৃত্যুর পর একটি নির্বিঘ্ন ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে এবং তার ঐতিহাসিক রাজত্বকে যথাযথভাবে সম্মান জানাতে, যুক্তরাজ্য সরকার ও রাজপরিবার কয়েক বছর ধরে প্রস্তুতি নিচ্ছে।
এবিসি নিউজের এক রিপোর্ট অনুযায়ী আগামী কয়েক দিনের জন্য কিছু সম্ভাব্য আনুষ্ঠানকতা রয়েছে।
রানির শেষকৃত্য কখন ও কোথায় অনুষ্ঠিত হবে?
জাতীয় শোকের প্রথাগত নিয়মানুসারে বলা যায়, রানির অন্ত্যেষ্টিক্রিয়া তার মৃত্যুর ১০ দিন পরে হবে।
এলিজাবেথ ১৭৬০ সাল থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে শেষকৃত্য সম্পন্নকারী প্রথম সার্বভৌম হবেন বলে ধারণা করা হচ্ছে।
আন্তর্জাতিক গণ্যমান্য ব্যক্তিরা ও রাষ্ট্রের নেতারা রানির শেষকৃত্যে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
ওয়েস্টমিনস্টার অ্যাবে আট হাজার জনেরও বেশি লোকের আয়োজন, যেমনটি এটি রানির রাজ্যাভিষেকের জন্য করেছিল।
কোথায় হবে তার শেষ বিশ্রামের স্থান?
রানিকে সম্ভবত উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জ চ্যাপেলে ব্যক্তিগতভাবে সমাহিত করা হবে।
সেখানে রানি তার মরহুম প্রিয়তম স্বামী প্রিন্স ফিলিপ, তার বাবা রাজা ষষ্ঠ জর্জ, বোন প্রিন্সেস মার্গারেট ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সেখানে অনন্তকাল বিশ্রাম নেবেন।
সূত্র : ইউএনবি