বিশ্বকাপের জার্সিটা অনেক দিন আগেই প্রকাশ করেছিল আর্জেন্টিনা। হন্ডুরাসের বিপক্ষে সেই জার্সি পরে আজ প্রথমবারের মতো নেমেছিল দলটি। লিওনেল মেসির জোড়া গোলে ৩-০ গোলে জিতে সেই ম্যাচটা দারুণভাবেই রাঙিয়েছে কোচ লিওনেল স্ক্যালোনির শিষ্যরা।
পিএসজির জার্সি গায়ে লিওনেল মেসির মৌসুমটা কাটছে ভালোই। সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে খেলে তিনি করেছেন ৬ গোল, করিয়েছেন আরো ৮টি। তবে এখানে যেসব গোলের সুযোগ তিনি গড়ে দিয়েছেন, তার হিসেব নেই।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে প্রীতি ম্যাচে হন্ডুরাসকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। লাউতারো মার্টিনেসের গোলে দল এগিয়ে যাওয়ার পর দুবার জালে বল পাঠান মেসি।
দাপট দেখিয়ে খেলা ম্যাচে ৬৮ ভাগ বল দখলে রেখে মোট ১৭টি শট নেয় লিওনেল স্কালোনির দল, যার মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ২ শট নিলেও একটিতেও আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ জানাতে পারেনি হন্ডুরাস।
ম্যাচের ১৬ মিনিটেই দলকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ। ২১ মিনিটে মেসি প্রথম সুযোগ পেয়েছিলেন গোলের জন্য। তবে হন্ডুরাস গোলরক্ষক লোপেজ তা সহজেই ঠেকিয়ে দেন। ম্যাচের ২৬ মিনিটে হন্ডুরাস নিজেদের হাফেই কোণঠাসা হয়ে পড়ে। তবে সেখান থেকে কোনোমতে বেঁচে যায় উত্তর আমেরিকার দেশটি।
প্রথমার্ধে যখন এক মিনিট যোগ করা হয়, তখন পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেখান থেকে ম্যাচে নিজের প্রথম গোল করেন মেসি। ৬৯ মিনিটে আবারো গোল করে আর্জেন্টিনা। এবারের গোল স্কোরারও মেসি। হন্ডুরাসের ডিফেন্ডাররা ভুল করলে ডি-বক্সে বল পেয়ে যান আর্জেন্টাইন অধিনায়ক। সেখান থেকে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।
এরপর বাকি সময় বেশ কিছু আক্রমণ করেও গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। মূলত পুরো ম্যাচ জুড়েই ছিল আর্জেন্টিনার দাপট। ফিফা র্যাঙ্কিংয়ের তৃতীয় অবস্থানে থাকা আর্জেন্টিনার বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে এখনো কোনো জয়ের দেখা পায়নি ৮০তম স্থানে থাকা হন্ডুরাস। এর আগে দু’ম্যাচের দুটিতেই জয় ছিল আলবিসেলেস্তেদের। আর্জেন্টিনা সবশেষ হন্ডুরাসের মুখোমুখি হয়েছিল ২০১৬ সালে। সেই ম্যাচটিতে হিগুয়েনের গোলে ১-০ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা।
দুই প্রীতি ম্যাচে প্রথমটি অনুষ্ঠিত হলো আজ। একই মাঠে আগামী বুধবার (২৮ সেপ্টেম্বর) জামাইকার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।