ইউক্রেনজুড়ে গতকাল সোমবার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল সকালে রাশিয়া ৮৩টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে অন্তত ৪৩টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী। রাশিয়ার এই হামলায় এখন পর্যন্ত ১৪ জনের নিহতের খবর পাওয়া গেছে। এ ছাড়া এতে আহত হয়েছে ৬০ জনের বেশি মানুষ।
রাশিয়ার এমন হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার প্রতিজ্ঞা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এ ছাড়া বাইডেন জেলেনস্কিকে বলেছেন, রাশিয়ার যুদ্ধাপরাধ ও নৃশংসতার জন্য যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ও পার্টনাররা রাশিয়ার ওপর বিধিনিষেধ আরোপ করা অব্যাহত রাখবে। একই সঙ্গে ইউক্রেনকে নিরাপত্তা, অর্থনৈতিক এবং মানবিক সাহায্য চালিয়ে যাবে।
এদিকে গতকালের হামলার পর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা মিলিটারি কমান্ড, জ্বালানি ও যোগাযোগ স্থাপনায় হামলা চালিয়েছে। তবে ইউক্রেন অভিযোগ করেছে, রাশিয়া বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।