নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস পাতাল ট্রেনের স্টেশনে এক ব্যক্তির ধাক্কায় ট্রেনের নিচে পড়ে মারা গেলেন আরেক ব্যক্তি। বাংলাদেশ অধ্যুষিত এলাকায় সোমবার বিকেল ৫টার দিকে এফ ট্রেনের স্টেশনের প্ল্যাটফর্মে দুই যাত্রী ঝগড়ার এক পর্যায়ে একজনের হাতে থাকা সেলফোন কেড়ে নিয়ে রেল লাইনের ওপর ফেলে দেয়া হয়। সেটি উঠানোর চেষ্টা না করে সেলফোনের মালিক অপর ব্যক্তির সাথে তুমুল ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে সেলফোনের মালিক অন্যজনকে ধাক্কা দিয়ে রেল লাইনের ওপর ফেলে দেন বলে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে টহল পুলিশ জানায়। রেল লাইনে পড়ার পরই দ্রুতগামী এফ ট্রেন (ম্যানহাটান থেকে জ্যামাইকা মুখী) এসে ওই ব্যক্তিকে ছিন্নভিন্ন করে ফেলে। সংবাদ পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ধাক্কা দেয়া ব্যক্তিকেও পুলিশ আটক করেছে। তবে এ সংবাদ লেখার সময় পর্যন্ত কারো পরিচয় জানায়নি তদন্ত কর্মকর্তারা।
পুলিশ জানায়, এ বছর এ নিয়ে ট্রেনের নিচে ধাক্কা দিয়ে মোট ৯ যাত্রীর মৃত্যু হলো। গত বছরের ১২ মাসে এমন সংখ্যা ছিল ৮। এরফলে পাতাল ট্রেনে ভ্রমণে অনেকেই স্বস্তিবোধ করছেন না। রেল স্টেশনের মত চলতি পথও এখন আর নিরাপদ নয় নগরবাসির কাছে। প্রায় দিনই দুর্বৃত্ত কর্তৃক হতাহতের ঘটনা ঘটছে নিউইয়র্ক সিটিতে।